কুড়িগ্রাম প্রতিনিধি :
তৃতীয় ধাপের নির্বাচনে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে ।
৬টি ইউনিয়নের মধ্যে আওয়ামীলীগের নৌকা প্রার্থী চারটি ইউনিয়নে ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী দুই ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এদের মধ্যে নাওডাঙ্গা ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী মোঃ হাসেন আলী (নৌকা) ৬ হাজার ৪ শ’ ১৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ মুসাব্বের আলী মুসা (আনারস বিএনপি সমর্থিত) পেয়েছেন ৪ হাজার ৯শ’ ৭২ ভোট । শিমুলবাড়ী ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মোঃ শরীফুল আলম মিয়া সোহেল (মোটর সাইকেল) ৫ হাজার ৯শ’ ২৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের মোঃ এজাহার আলী (নৌকা ) পেয়েছেন ৫ হাজার ৬শ’ ৫৪ ভোট। ফুলবাড়ী সদর ইউনিয়নে মোঃ হারুন অর রশিদ হারুন (নৌকা) ১২ হাজার ৪শ’ ৬৩ পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রার্থী মোঃ মইনুল হক (লাঙ্গল) পেয়েছেন ১০ হাজার ৪শ’ ৯১ ভোট। বড়ভিটা ইউনিয়নে আতাউর রহমান মিন্টু (নৌকা) ৮ হাজার ১শ’ ২৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, তার নিকট তম প্রতিদ্বন্দ্বি মো: মজিবর রহমান (লাঙ্গল) পেয়েছেন ৪ হাজার ৩শ’ ৬৩ ভোট।
ভাঙ্গামোড় ইউনিয়নে মোহাম্মদ আলী শেখ (নৌকা) ৭ হাজার ১শ’ ১৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার নিকট তম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আব্দুল্যা আল মামুন ব্যাপারী সুজন (লাঙ্গল) পেয়েছেন ৫ হাজার ৭ শ’ ৩৫ ভোট। কাশিপুর ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মনিরুজ্জামান মানিক (মোটরসাইকেল), ৭হাজার ৭শ’ ৩৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী মোঃ রেয়াজুল আলম (নৌকা) পেয়েছেন ৭ হাজার ৫শ’ ৮৯ ভোট।