কুড়িগ্রামে গাছ থেকে ব্যানার ও বিলবোর্ড অপসারণের দাবিতে স্মারকলিপি প্রদান

কুুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে সামাজিক সংগঠন ” অরণ্য” পরিবারের পক্ষ থেকে গাছ থেকে বিলবোর্ড অপসারণের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিয়েছে একটি সামাজিক সংগঠন।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে কুড়িগ্রাম জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনটি।

এ সময় উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সভাপতি আব্দুস ছোবাহান জুয়েল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আকাশ,সাংগঠনিক সম্পাদক আবু রায়হান ফারুক এছাড়াও আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ জুয়েল রানা, শহিনুল ইসলাম লিটন, নুরনবী সরকার, শরিফুল ইসলাম, মাসুদ রানা,বিপ্লব,আনিছুর প্রমূখ।

এ সময় কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, কুড়িগ্রাম শহরে গাছ থেকে ব্যানার ও বিলবোর্ড অপসারণের জন্য ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি।কলেজ মোড় থেকে সার্কিট হাউজ রোডের বিলবোর্ড আমরা ইতিমধ্যে অপসারণ করেছি।

গাছে পেরেক ঠুকে ব্যানার ও বিলবোর্ড লাগানো বন্ধে সারা জেলায় খুব শীঘ্রই এর ব্যাপকতা ছড়িয়ে যাবে। কোচিং মালিক বেসরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক ব্যাক্তিদের নিজ নিজ বিলবোর্ড তুলে ফেলার জন্য চিঠি প্রদান করা হবে।
রতি কান্ত রায়, বাংলারদর্পণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *