কুড়িগ্রামে করোনাকালিন সময়ে শিশু ও নারীদের সচেতনতায় কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে করোনাকলিন সময়ে শিশু ও নারীদের উন্নয়নে নেতৃস্থানীয় ব্যক্তিদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসন কার্যালয় হলরুমে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।

এসময় জেলা তথ্য অফিসের উপপরিচালক নুরন্নবী খন্দকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক খ.ম আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ নুর বখত, সিনিয়র সাংবাদিক মো. শাহাবুদ্দিন, সফিখান, রাজু মোস্তাফিজ, হুমায়ুন কবির সূর্য, সিনিয়র শিক্ষক আরজুমান্দ বানু প্রমুখ।

জেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা তথ্য অফিসের আয়োজনে ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম) পর্যায় শীর্ষক’ প্রকল্পের আওতায় শিক্ষক, সমাজকর্মী ও সাংবাদিকদের নিয়ে অর্ধদিন ব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *