কুড়িগ্রামে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত | বাংলারদর্পন

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামে ভূরুঙ্গামারীতে ট্রাক চাপায় দুই মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় কুড়িগ্রাম – ভূরুঙ্গামারী মহাসড়কের আন্ধারীঝাড় বাজারের পাশে এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নিহত শাহজাহান (৩০) ও তার শ্যালিকা নাজমা আক্তার (২০) মটরসাইকেল যোগে ভূরুঙ্গামরীর দিকে যাচ্ছিল। এসময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা একটি ট্রাক মটরসাইকেলটিকে পিছন দিক থেকে চাপা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়।

নিহত শাহজাহান নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ এলাকার হাজির মোড়ের আব্দুল মজিদের সন্তান এবং নাজমা আক্তার নাগেশ্বরী পৌরসভার বলদিটারী এলাকার নূরল ইসলামের মেয়ে। ঘটনার পর প্রায় দুই ঘন্টা কুড়িগ্রাম -ভূরুঙ্গামারী মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক এবং চালকের খোঁজ পাওয়া যায়নি। ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে।
বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *