বাহারাইনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাংলাদেশি রেষ্টুরেন্টের ব্যাপক ক্ষয়ক্ষতি

মোঃস্বপন মজুমদার, বাহারাইন থেকেঃ রাজধানী মানামার বাবুল বাহরাইনের পাশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাংলাদেশি মালিকানাধীন এক রেস্টুরেন্টে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। পুরাতন বাঙালী গল্লি নামক স্থানে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ভোর ৭টায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আমিনুল ইসলাম বাবুলের মালিকানাধীন বরিশাল রেস্টুরেন্টে আগুন লাগে। এসময় পাশ্ববর্তী সিমরান রেষ্টুরেন্ট নামক বাংলাদেশি আরেকটি  প্রতিষ্ঠানসহ আশেপাশের বিভিন্ন দোকান ও ভবনগুলিতে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। মানামার ব্যস্ততম এই গলিতে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানই বাংলাদেশি মালিকানাধীন। রেষ্টুরেন্টের গ্যাস সিলিন্ডার বিস্ফোরন থেকেই দূর্ঘটনার সুত্রপাত বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়।

দূর্ঘটনা কবলিত বরিশাল রেষ্টুরেন্টের পাশের ভবনের ২য় তলার বাসিন্দা রাজিব হাসান জানান, উনি তখনও ঘুমিয়ে ছিলেন,  আনুমানিক সকাল ৭টার দিকে হঠাৎ বিকট শব্দ শুনে উনি ও উনার রুমের সবার ঘুম ভেঙ্গে যায়, দরজা খুলেই দেখতে পান জানালার কাচ ভেংগে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিস্ফোরনের ধাক্কায় তাদের পাশের ফ্ল্যাটের একটা ঝুলন্ত ষ্টিলের সিড়ি অন্য বিল্ডিংয়ে উড়ে গিয়ে সেই বিল্ডিংয়ের গ্লাস ও দেয়ালের ব্যাপক ক্ষতি সাধন করেছে।

সিমরান রেষ্টুরেন্টের মালিক রিয়াজ আকন’র চাচাতো ভাই রফিকুল ইসলাম আকন বলেন, সিমরান রেষ্টুরেন্টের দরজা, চেয়ার টেবিলসহ অনেক জিনিসপত্র ভেঙ্গে গেছে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বিস্ফোরনে আশেপাশের দোকানপাট ও পার্কিং করে রাখা গাড়ি গুলোর ব্যপক ক্ষতি হয়েছে।

বাংলাদেশ দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা তাজউদ্দিন সিকান্দার এর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, দূর্ঘটনাটি সকাল বেলা হওয়ায় রেষ্টুরেন্টে লোকজন কেউ ছিলেন না। তাই মানুষের কোন ক্ষয় ক্ষতির খবর পাওয়া না গেলেও জিনিসপত্রের ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বর্তমানে বাহারাইনের আইন শৃংখলা বাহিনী পুরো এলাকা তাদের নিয়ন্ত্রণে নিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ও  বিস্ফোরনের কারন অনুসন্ধান করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *