ফেনী প্রতিনিধি :
পহেলা বৈশাখ উপলক্ষে ফেনীতে সপ্তাহ ব্যাপী বৈশাখী মেলা শুরু হয়েছে। শুক্রবার সকালে শহরের পিটিআই মাঠে
মেলার উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের এমপি জাহানারা বেগম সুরমা।এসময় ফেনী জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান,পু্লিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার,সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান বিকম,ফেনী পৌর মেয়র হাজী আলাউদ্দিন,ফেনী কোর্টের জিপি প্রিয়রঞ্জন দত্ত,পিপি হাফেজ আহমেদ,মডেল থানার ওসি রাশেদ খান চৌধুরী ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আমির হোসেন বাহারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ফেনী জেলা প্রশাসনের আয়োজনে ৭ দিন ব্যাপী উক্ত মেলায় ২৫টি ষ্টল রয়েছে বলে জানা গেছে।