এমদাদ খান, রামগড় :
রামগড় উপজেলার পাকলাপাড়ায় জীপ গাড়ি উল্টে এক নারী যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৯ যাত্রী। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম- ম্রেমা মারমা (৩৫)। তিনি পাকলাপাড়ার মেলা চাই মারমার স্ত্রী। এছাড়া আহতরা হলেন- অংক্রাইমা মারমা (৩৫) ও তার কন্যা সুইচিং মারমা (১২), নোহা মারমা (৩০), উচেমুত্র (২৫), রুই চাই (১), মংগ্রাজাই (৫০), নিলা অং(৬০), মংসানু মারমা (২৭), রাহি মারমা (২৪)।
পুলিশ ও আহত যাত্রীরা জানান, পাকলাপাড়া এলাকা থেকে উপজেলার গুইমারা বাজারের উদ্দেশ্য ছেড়ে আসা যাত্রীবাহী চাঁদের গাড়িটি উঁচু টিলা রাস্তায় উঠার সময় উল্টে যায়। এসময় ঘটনাস্থলে ওই নারী যাত্রী নিহত হন। আহতদের রামগড় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত গাড়ির হেলপার রাহি মারমাকে চট্টগ্রাম মেডিকাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রামগড় থানার অফিসার ইনচার্জ মো. শরীফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।