নিজস্ব প্রতিবেদকঃ – ফেনী জেলা সার্ভেয়ার (অামিন) এসোসিয়েশন এর যুগ্ন সাধারন সম্পাদক অামির হোসেন কিরন কে টেলিফোনে হত্যার হুমকি দিয়েছে লেমুয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন অা’লীগের সাধারন সম্পাদক মোশারফ উদ্দিন নাছিম।
কিরন জানান, লেমুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিবি ফাতেমার স্বামীকে হত্যার চেষ্টা করেছিল চেয়ারম্যান নাছিম। ওই ঘটনায় বিবি ফাতেমা বাদী হয়ে ফেনী অাদালতে চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা রুজু করেন। ফাতেমাকে সহযোগীতা করার অযুহাতে, ২ নভেম্বর সন্ধা ৭টা ৪১মিনিটে চেয়ারম্যানের ব্যাক্তিগত নাম্বার (০১৭১১৩০৩৪৫০) থেকে তার (০১৮১৫৫৯৩৮৭৮) নাম্বারে ফোন করে হত্যার হুমকি দেয়। হুমকির রেকর্ডিং মোবাইলে সংরক্ষিত অাছে।
চেয়ারম্যান নাছিম জানান, ওই মামলার বিষয়ে কিরনের সাথে বাকবিতন্ডা হয়েছে, কোন প্রকার হুমকি দেয়া হয়নি।
কিরন অারো জানান, হুমকির ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।