ফেনী প্রতিনিধি :ফেনীর সোনাগাজী থানার তালিকাভুক্ত মাদক বিক্রেতা সেন্টুকে চোরাই হোন্ডা সহ গ্রেফতার করেছে দাগনভুঞা থানা পুলিশ।
সে চর মজলিশপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা ও চর লক্ষিগঞ্জ গ্রামের অানোয়ার হোসেন এর ছেলে।
সোনাগাজী মডেল থানা সুত্র জানায়, ধৃত সেন্টুর বিরুদ্ধে সোনাগাজী থানায় ২টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
দাগনভুঞা থানার ওসি অাবুল কালাম অাজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে তাকে গ্রেফতার করা হয়েছে।