সোনাগাজী (ফেনী) প্রতিনিধি:
ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সোনাগাজী উপজেলা শাখা কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
৩ অক্টোবর রবিবার বিকেলে উপজেলা ভিডিও কনফারেন্স মিলনায়তনে অনুষ্ঠিত হয় । উপজেলা সভাপতি প্রকৌশলী এ.এন.এম মনির উদ্দিনের সভাপতিত্বে ও প্রকৌশলী বেলাল হোসেনের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইডিইবি ফেনী জেলা শাখার সভাপতি প্রকৌশলী মো. আবুল খায়ের।
বিশেষ অতিথি ছিলেন জেলা আইডিইবি’র সাধারণ সম্পাদক প্রকৌশলী খোন্দকার মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি প্রকৌশলী চঞ্চল দে সরকার, জেলা সংগ্রাম পরিষদের সাধারন সম্পাক প্রকৌশলী মো. নূর ইসলাম, বগাদানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী ক.খ.ম ইসহাক খোকন।
আরো বক্তব্য রাখেন, প্রকৌশলী মো. মাইনুল হক, প্রকৌশলী আরিফুর রহমান, প্রকৌশলী শুক দেব নাথ ও আজগর হোসেন প্রমূখ। জেলা নেতৃবৃন্দ ৪ দফা দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন ।