রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করলেন সাংসদ ফজলে করিম চৌধুরী এমপি

 

 

চট্টগ্রাম রাউজান থেকে মোঃ আলাউদ্দীন :

 

মায়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা কক্সবাজার জেলার টেকনাফ থেকে উখিয়ার বিভিন্ন জায়গায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মাঝে ২ কোটি টাকা মূল্যের ত্রাণ সামগ্রী বিতরণ করে রেকর্ড  করেছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চট্টগ্রাম-৬ আসনের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। আজ (২০-সেপ্টেম্বর) ভোর ৫টায় অর্ধশতাধিক ট্রাক সহযোগে দলের অসংখ্য নেতা কর্মিসহ রওনা দেন কক্সবাজারের পথে। গন্তব্য স্থানে পৌছার পর রাউজান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ নেতা কর্মিদের সহযোগীতায় এই ত্রাণ বিতরণ করা হয়েছে।

 

ত্রাণ বিষয় নিয়ে সাংসদ ফজলে করিম চৌধুরী গতকাল একেএম ফজলুল কাদের চৌধুরী অডিটোরিয়ামে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, টেকনাফ থেকে উখিয়া পর্যন্ত ৫টি স্থানে আশ্রয় নেওয়া  প্রত্যেক পরিবারকে ৫ কেজি করে ৩০ হাজার পরিবারে ১ লক্ষ ৫০ হাজার কেজি (১৫০ টন) চাউল, ২ লক্ষ খাওয়ার স্যালাইন, ১ লক্ষ ৫০ হাজার প্যারাসিটেমল (ওষুধ), ১১ লক্ষ বিস্কুট, ৩০ হাজার চাপাতার প্যাকেট, ২৪ হাজার গ্লুকোজ, ১৮ হাজার ৬০৪ বোতল পানি, ১২ হাজার গুড়াদুধের প্যাকেট, ১২ হাজার সাবান, ১২ হাজার টুথ পাউডার, ৬ হাজার নতুন কাপড়, ১ হাজার ২৮টি বালতি, ১ হাজার ২৮টি মগ, ১ হাজার ২৮টি মশারি, ১ হাজার তাঁবু (তেরপাল), ১ হাজার ২৫০টি প্লেইটসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হবে।

 

এ বিষয়ে পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান দৈনিক আমাদের কন্ঠ কে বলেন, আমরা পৌরসভার ওয়ার্ড থেকে তিনশত বস্তা চাউলসহ আর্থিক সাহায্য করেছি। এমপি সাহেবের এই উদ্যোগে পালিয়ে আসা রোহিঙ্গাদের মুখে হাসি ফুটাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন রেজা বলেন, ত্রাণের জন্য আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারী চাকুরী জীবিদের থেকে অনুদান নিয়েছি। যাতে এমন একটি মহোৎ কাজে সবাই অংশীদার হতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *