ফেনী প্রতিনিধি :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে গ্রামে-গঞ্জে, হাট বাজারে, চায়ের আড্ডায় সর্বত্রই চলছে আলাপ-আলোচনা। পছন্দের প্রার্থী নিয়ে কথা বলছেন বিভিন্ন রাজনৈতিক দলের মাঠকর্মী ও তৃনমূলের নেতাকর্মীরা। ইতিমধ্যে সম্ভাব্য অনেক প্রার্থী তৃনমূলে গনসংযোগ করেছেন। তফসিল ঘোষনার পর ফেনী জেলা আ’লীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির নির্দেশে জেলা আ’লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ড তৃনমূল যাছাইয়ের মাধ্যমে দলীয় প্রার্থী বাছাই করার ঘোষনা দেয়। এর পর থেকে ফেনীর প্রতিটি ইউনিয়নের তৃনমুল র্পযায়ে আরো ব্যপক আলোচনা শুরু হয় ।
সোনাগাজী উপজেলার ৬নং চর ছান্দিয়া বৃহত্তর ও সমৃদ্ধ ইউনিয়ন । চর ছান্দিয়ায় সম্ভাব্য চেয়ারম্যান পদে কয়েকজন মনোনয়ন প্রত্যাশী ইতিমধ্যে গনসংযোগ করেছেন। তাদের মধ্যে উচ্চ শিক্ষিত, যোগ্য ও জনপ্রিয় সলিম উল্যাহ সেলিম। তিনি উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক (সাবেক) ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন ।
তিনি ১৯৭৬সালে ৩০ডিসেম্বর চর ছান্দিয়ায় আওয়ামীলীগের দুর্গ হিসেবে পরিচিত ফকির বাড়ীতে জন্মগ্রহন করেন। ছাত্রলীগের কর্মী হিসেবে ৯০’এর স্বৈরাচার বিরোধি আন্দোলনে অংশগ্রহনের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন তিনি। ১৯৯২সালে চর ছান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক , ১৯৯৩সালে বখতারমুন্সি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ১৯৯৫সালে সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সহ সভাপতির দায়ীত্ব পান তিনি।
জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন শেষে রাজনীতির পাশাপাশি ব্যাবসা শুরু করেন সলিম উল্যাহ সেলিম। আদর্শিক পিতার সন্তান হিসেবে কখনো দলীয় সিদ্ধান্তের বাহিরে যাননি তিনি। সেলিমের পিতা মরহুম আহম্মদ করিম ১৯৯৮সাল থেকে আমৃত্যু (২০১৩) চর ছান্দিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ছিলেন। পরিবারের সকল সদস্য আ.লীগের নিবেদীত কর্মী-সমর্থক।
শিক্ষানুরাগি হিসেবে বেশ জনপ্রিয় সলিম উল্যাহ সেলিম। তিনি চর ছান্দিয়ার ঐতিহ্যবাহি ওলামাবাজার হাজী সেকান্তর মিয়া উচ্চ বিদ্যালয়ের দু’বারের নির্বাচিত সভাপতি ছিলেন, ওয়ালী আল হায়দারিয়া দাখিল মাদ্রাসার চার বারের নির্বাচিত সভাপতি ছিলেন এবং দক্ষিণ-পশ্চিম চর ছান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচিত সভাপতি ছিলেন ।
এছাড়া তিনি ঢাকাস্থ সোনাগাজী সমিতির যুগ্ন সাধারন সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে সুনামের সহিত দায়ীত্ব পালন করেছেন। ইউনিয়ন ও ওয়ার্ড আ’লীগের নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, চেয়ারম্যান পদে সম্ভাব্য সকল মনোনয়ন প্রত্যাশীর মধ্যে ক্লিন ইমেজের সলিম উল্যাহ সেলিম যোগ্য ও জনিপ্রয়।

সলিম উল্যাহ সেলিম জানান, ছাত্রজীবন থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে রাজনীতি করার চেষ্টা করেছি। নিজের ব্যাক্তিগত অর্থ ব্যায় করে দলের নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে ছিলাম । জোট সরকার আমলে মামলা হামলাসহ বহুবার স্বপরিবারে নির্যাতনের শিকার হয়েছি। প্রতিপক্ষের সাথে বিন্দুমাত্র আপোষ না করায় স্বপরিবারে গ্রামছাড়া হয়েছি।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফেনীর উন্নয়নের রুপকার জননেতা নিজাম উদ্দিন হাজারী এমপির উন্নয়ন, শান্তি এবং সহাবস্থানের রাজনীতি সম্পর্কে প্রচার প্রচারনায় সব সময় তৃণমূলের সাথে ছিলাম । দলের সকল কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহন ছিল সবসময়। দীর্ঘদিনের অবহেলিত ইউনিয়নবাসি ও নির্যাতিত নিপীড়িত আ’লীগ এবং সহযোগী সংগঠনের তৃনমূল নেতাকর্মীদের সেবা করার লক্ষে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশি। বারবার গনসংযোগের মাধ্যমে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছি।
জননেতা নিজাম উদ্দিন হাজারী এমপির সার্বিক সহযোগীতা ও তৃনমূলের সমর্থনে নৌকা প্রতিক পেলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি। ইনশাল্লাহ জনরায়ে চেয়ারম্যান নির্বাচিত হলে দীর্ঘদিনের অবহেলিত চরছান্দিয়া ইউনিয়নকে জেলার মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।
সম্পাদনায় : সৈয়দ মনির/বাংলারদর্পণ