কোম্পানীগঞ্জের গাংচিলে আইনশৃঙ্খলার অবনতি : অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী :

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গাংচিল এলাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে।

বুধবার (১৩ মে) বিকেলে  নোয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রহিম এ ক্যাম্পের উদ্ভোধন করেন।

 

বুধবার থেকে ১০ সদস্যের পুলিশ নিয়ে এ ক্যাম্পের কার্যক্রম শুরু হয়েছে। ভূমিদস্যুতা, মাদক ব্যবসা ও জলদস্যুদের অপতৎপরতা ঠেকাতে এ অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রবিউল হক প্রমূখ।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *