বর্ণাঢ্য আয়োজনে শাহাপুর মুনষ্টার ক্লাবের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাজী মোঃ হানিফ:

 

সোনাগাজীর ঐতিহ্যবাহী শাহাপুর মুনষ্টার ক্রীড়া ও সমাজ কল্যান সংঘের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কাটা সহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে পালন করা হয়।

 

মুনষ্টার ক্রীড়া ও সমাজ কল্যান সংঘের সভাপতি নুরুল হুদা সায়েম’র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল পারভেজ।

 

বিশেষ অতিথি  ছিলেন- সোনাগাজী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও এক সময়ের তারকা ফুটবলার নাছির উদ্দিন রিপন, মুনষ্টার ক্রীড়া ও সমাজ কল্যান সংঘের সাবেক সভাপতি সমাজসেবক আব্দুল হাই, সাংবাদিক এম শরিফ ভুঞা।

 

আরো উপস্থিত ছিলেন- দৈনিক অজেয় বাংলার সোনাগাজী প্রতিনিধি মোতাহের হোসেন ইমরান, সেচ্ছাসেবী সংঘঠন এসডিএফ’র উপদেষ্টা শেখ ফরিদ, সাধারণ সম্পাদক রবিউল হাসান, ভিশন বাংলা টুয়েন্টি ফোর (অনলাইন) সম্পাদক নুরুল আবসার সোহাগ সহ উপজেলা পর্যায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক  সংগঠনের নেতৃবৃন্দ, ক্লাব সদস্য ও এলাকাবাসী বৃন্দ।

 

আগত অতিথিদের বক্তব্যের পর ২০১৮ সালের কর্ম স্পৃহার জন্য  ৬ জন সদস্যকে পুরস্কৃত করা হয়। এবং প্রধান অতিথি কেক কেটে ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *