একই স্থানে অা’লীগ ও বিএনপির সমাবেশ : ফুলগাজীর দক্ষিন শ্রীপুরে ১৪৪ ধারা জারি

ফেনী’ প্রতিনিধি :
ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ শ্রীপুর ইস্কান্দারিয়া মাদ্রাসা মাঠে বাংলাদেশ আওয়ামী লীগ ফুলগাজী শাখা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফুলগাজী শাখা কর্তৃক রাজনৈতিক কর্মসূচিতে আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কা থাকায় দক্ষিণ শ্রীপুর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এসময়, দক্ষিন শ্রীপুর ইস্কান্দারিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আজ (১সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফেরদৌসী বেগম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল থোয়াই অংপ্রু মারমা, ফুলগাজী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএনএম নুরুজ্জামানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আজ (১ সেপ্টেম্বর) পূর্ব ঘোষনা না দেয়া পর্যন্ত সকল ধরনের কর্মসূচি পালন না করার জন্য রাজনৈতিক দল গুলোর প্রতি প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *