অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি জয় | বাংলারদর্পণ

ক্রীড়া প্রতিবেদক :
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৩ রানে জিতেছে বাংলাদেশ। এই ফরম্যাটে অস্ট্রেলিয়াকে প্রথমবার হারাতে পারল বাংলাদেশ। এর আগে চার বারের দেখায় প্রতিবারই হেরেছিল বাংলাদেশ। অবশ্য প্রতিটি ম্যাচই হয়েছিল দেশের বাইরে। অর্থাৎ দেশে টি-টোয়েন্টিতে অজিদের বিপক্ষে প্রথম দেখাতেই জয় পেলেন টাইগাররা।

অল্প রানের পুঁজি হলেও শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, সাকিব আল হাসান অস্ট্রেলিয়ান শিবিরে আঘাত হানলেন শুরুতেই। পরে অভিজ্ঞ মিশেল মার্শ প্রতিরোধ গড়ার চেষ্টা করেছেন। তবে শুরুর দাপটটা ধরে রেখলেন নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলামরা। যাতে অল্প রানের পুঁজি নিয়েও ধরা দিল অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জয়।

মঙ্গলবার (৩ আগস্ট) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের ১৩১ রানের জবাব দিতে নেমে ২০ ওভারে ১০৮ রানে গুটিয়ে গেছে অস্ট্রেলিয়া। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *