ছবিতে – বৃদ্ধ তৈনজুবের নেছা ও তাঁর মেয়ে ছকিনা বেগম
ফেনী প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী উপজেলার পুর্ব চর গনেশ গ্রামের পর্তুগাল প্রবাসী কামাল উদ্দিনের পরিবারকে সমাজচ্যুত করার অভিযোগ পাওয়া গেছে। সমাজচ্যুত করার আদেশ প্রত্যাহারের নামে প্রবাসী পরিবারের কাছে দু’লক্ষ টাকা চাঁদাদাবি করেছে সমাজ পরিচালনা কমিটির সভাপতি। এ ঘটনায় মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন ওই প্রবাসীর মা তৈনজুবের নেছা।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, পরকীয়ার জেরে গত বছর ৩০নভেম্বর স্ত্রীকে মৌখিক তালাক দেয় পুর্ব চর গনেশ গ্রামের মহব্বত আলী মিজি বাড়ীর পর্তুগাল প্রবাসী কামাল উদ্দিন। এ ঘটনায় সালিশী বৈঠকে একটি মনগড়া সিদ্ধান্ত দেয় পুর্ব চর গনেশ সমাজ পরিচালনা কমিটির সভাপতি ইকবাল হোসেন ও পৌর কাউন্সিলর আলাউল ভূঞা। কাউন্সিলর ও সমাজ কমিটির সিদ্ধান্ত অমান্য করায় প্রবাসী কামাল উদ্দিনের পরিবারকে সমাজচ্যুত করা হয়। পরবর্তিতে সমাজচ্যুত করার আদেশ প্রত্যাহারের কথা বলে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে উক্ত সমাজ পরিচালনা কমিটির সভাপতি ইকবাল হোসেন।
প্রবাসীর মা তৈনজুবের নেছা জানান, তাদের মনগড়া সিদ্ধান্ত না মানায় মসজিদে ও গ্রামে মাইকিং করে তাদেরকে সমাজচ্যুত করে সমাজ কমিটি । কোরবানি ঈদে তাদের গৃহস্থলি কাজ করায় ৩জন দিনমজুরকে সমাজচ্যুত করার হুমকি দেয় সমাজপতিরা। এরই জেরে সিদ্ধান্ত অমান্যের অযুহাতে কাউন্সিলর আলাউল ও সভাপতি ইকবাল’র নেতৃত্বে তার বসতঘরে হামলা করে এবং বাধা দেয়ায় কামালের বোন পারুল আক্তার ও ছাকিনা বেগমকে পিটিয়ে জখম করে। এরপর থেকে তারা স্বপরিবারে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছেন। এ ঘটনায় আদালতে একটি মামলা বিচারাধিন আছে।
চাঁদাদাবির অভিযোগ অস্বীকার করে সমাজ পরিচালনা কমিটির সভাপতি ইকবাল হোসেন বলেন, কামালের স্ত্রীর মোহরানা বাবদ দুই লক্ষ টাকা জামানত হিসেবে চাওয়া হয়েছে।
এ ব্যাপারে পৌর কাউন্সিলর ও সমাজ পরিচালনা কমিটির উপদেষ্টা আলাউল ভুঞা বলেন, প্রবাসী কামাল ও স্ত্রীর বিরোধের ঘটনায় পাল্টাপাল্টি ৪টি মামলা চলমান । এসব নিরসনের জন্য সমাজ পরিচালনা কমিটি উদ্যোগ নিলে কামালের পরিবার কোন সহযোগীতা করেনি উল্টো সমাজ কমিটির লোকদের বিরুদ্ধে অপপ্রচার করছেন। প্রবাসীর পরিবারকে সমাজচ্যুত করার বিষয়ে কাউন্সিলর আলাউল বলেন, তাদেরকে সতর্ক করা হয়েছিল মাত্র।
উপজেলা নির্বাহী অফিসার এ.এম জহিরুল হায়াত বলেন, কাউকে সমাজচ্যুত বা একঘরে করা দন্ডনীয় অপরাধ। চাঁদাদাবি ও সমাজচ্যুত করার বিষয়ে প্রবাসী কামাল উদ্দিনের মা তৈনজুবের নেছা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রযোজনীয় ব্যবস্থা নেয়া হবে।