একরাম হত্যা মামলায় দণ্ডপ্রাপ্তদের কশিমপুর কারাগারে স্থানান্তর

 

নিজস্ব প্রতিবেদক ॥

শুক্রবার সকাল ৮টার দিকে একরাম হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছে। সাধারণত ফাঁসির আসামিদের কাশিমপুর কারাগারেই রাখা হয়। এখানে অনেকগুলো ফাঁসির মঞ্চ রয়েছে। সকল প্রক্রিয়া শেষে ফাঁসির সিদ্ধান্ত হয় তবে তাদের ফাঁসিও কাশিমপুরেই কার্যকর করা হবে। এদিকে আদেল ও শিবলুকে কুমিল্লায় রাখা হয়েছে।

ওদের আরো মামলা থাকায় ফেনীতে আনা নেয়ার সুবিধার্থে তাদেরকে কুমিল্লায় রাখা হয়েছে। কুমিল্লায় থাকার জন্য তারা নিজেরাই নিজেদের লোক দিয়ে এই মামলাগুলো দায়ের করিয়েছে। একরাম হত্যা মামলার আসামিদের সাজা হয়েছিল ১৩ই মার্চ।

শুক্রবার প্রায় ১০ দিন পর ওদেরকে স্থানন্তর করা হলো। নিয়ম হচ্ছে ২৪ ঘন্টার মধ্যে ফাঁসির আসামিকে নিকটস্থ কেন্দ্রীয় কারাগারে পাঠাতে হবে। তবে একরাম হত্যার আসামিদের দশ দিন পর্যন্ত কেন ফেনীতে রাখা হয়েছিল তা এখনো পরিষ্কারভাবে জানা যায়নি। ফেনীতে এইসব আসামিরা রাজার হালে দিন যাপন করে। যেন এখানে এদেরই রাজত্ব। এদের কাছে প্রশাসনও অসহায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *