বাতিল হলো বাইডেনের অভিষেক অনুষ্ঠানের মহড়া

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র :
যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে আগামী বুধবার ,২০ জানুয়ারি। কিন্তু ক্যাপিটলে হাঙ্গামা ও পরবর্তীতে উদ্ভূত পরিস্থিতির কারণে ওই অনুষ্ঠানের যে মহড়া ওয়াশিংটনে হওয়ার কথা ছিল একদিন আগেই তা বাতিল ঘোষণা করা হয়েছে।

আজ ১৭ জানুয়ারি (রবিবার) ওই অনুষ্ঠানে ট্রাম্প সমর্থকদের হামলা বা নিরাপত্তাজনিত কারণে তার বাতিলের সিদ্ধান্ত নিতে বাধ্য হন ডেমোক্রেটরা। ইতিমধ্যে বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে সশস্ত্র বিদ্রোহের হুমকি দিয়েছেন ট্রাম্প সমর্থকরা। ক্যাপিটলে হাজার হাজার ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে।

তবে মহড়া বাতিল হলেও তা আগামী ১৮ জানুয়ারি (সোমবার) সীমিত আকারে হতে পারে বলে ডেমোক্রেটদের পক্ষ থেকে আভাস দেওয়া হয়েছে। একই সঙ্গে বাইডেনের টিম সোমবারে উইলমিংটন, ডেলাওয়ার হয়ে যে ওয়াশিংটনে ট্রেন যাত্রার কথা ছিল তাও বাতিল করেছে।

নিরাপত্তার কারণেই তা করা হয়েছে। বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্যেই ২০ হাজার ন্যাশনাল গার্ড সদস্যকে ওয়াশিংটনে মোতায়েন করা হয়েছে। কারণ, বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠান সামনে রেখে ওয়াশিংটনে এমনিতেই চরম উত্তেজনা বিরাজ করছে। ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের পরিচালক ক্রিস্টোফার রে বলেছেন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা সন্ত্রাসের আশঙ্কা করছেন এবং বিষয়টি নিয়ে উদ্বেগে আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *