ফেনী’ প্রতিনিধি
‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার ‘ এ শ্লোগানে সারাদেশে মুজিববর্ষ উপলক্ষে গৃহহীন ও ভুমিহীনদের ঘর নির্মান করে দিচ্ছেন শেখ হাসিনা সরকার।
এর অংশ হিসেবে রোববার বিকালে ফেনী সদরের ধর্মপুরে মুজিববর্ষ উপলক্ষে
১৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর দেয়া ঘর হস্তান্তর করেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি।
ফেনীর জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান’র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুর রহমান বিকম, ফেনী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা।
এসময় জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন ।
বাংলারদর্পণ