লন্ডন সংবাদদাতা : স্মরণ কালের ভয়াবহ তুষারপাতে বিপর্যস্থ হয়ে পড়েছে গোটা ইউরোপ। ভারী তুষারপাত ও ঠান্ডায় একমাত্র ব্রিটেনেই মৃতের সংখ্যা দাড়িয়েছে ১০ এ। গোটা ইউরোপে এই সংখ্যা প্রায় ৩০। ব্রিটেনের তাপমাত্রা নেমে এসেছে মাইনাস ২২ ডিগ্রি ফারেনহাইটে। ভারী তুষারপাতের সাথে তুষার ঝড় ও প্রচন্ড ঠান্ডায় লন্ডনের অনেক বাসাবাড়ীর পানির পাইপ ফ্রিজ হয়ে পানি সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। ব্রিটিশ গ্যাসসহ বিভিন্ন হেম কেয়ার সার্ভিস কর্মীরা বিপদজনক এই আবহাওয়ার মধ্যেও পানি সরবরাহ স্বাভাবিক রাখতে আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ভারী তুষারপাতের কারনে ইউরোপের বিভিন্ন আঞ্চলিক সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে। এসব অঞ্চলের ট্রেন ও বিমান চলাচল স্থগিত রাখা হয়েছে। শীতের তীব্রতার কারণে ব্রিটেনের শতাধিক স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। চলতি সপ্তাহের শেষ নাগাদ শীতের এই তীব্রতা অব্যাহত থাকবে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ।
উল্লেখ্য, চলতি সপ্তাহের প্রথম থেকেই‘দ্য বিস্ট ফ্রম দ্য ইস্ট’নাম দেওয়া শৈত্যপ্রবাহে ইউরোপের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।