সাহাব উদ্দিন :
সন্ত্রাস, মাদক, ইভটিজিংও চাঁদাবাজির বিরুদ্ধে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বিভিন্ন শ্রেণীপেশার লোকজনের সাথে এক মতবিনিময় সভা করেন।
বৃহস্পতিবার ১মার্চ বিকেলে ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান মির হোসেন মিরুর সভাপতিত্বে ডালিম মজুমদারের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হুমায়ূন কবির।
এতে বক্তব্য রাখেন, যুবলীগ নেতা জাকির হোসেন, বাজার ব্যবসায়ী মো.জাহাঙ্গীর আলম, সাফায়েত উল্লাহ মজুমদার, ডেন্টাল চিকিৎসক নুরুন্নবী, ও ওয়ার্ড আওয়ামীলীগ নেতা নুর আহম্মদ কোম্পানি প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সন্ত্রাস চাঁদাবাজি ইভটিজিং ও বাল্যবিবাহ বন্ধে রোধ করতে সবাইকে এগিয়ে আসতে হবে। ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, যেখানে আইনশৃঙ্খলা ভালো নেই, সেখানে উন্নতি করাও সম্ভব না। মাদকের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে এবং সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য তিনি আহবান জানান।
সভায় শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনৈতিক দলের নেতা কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।