সাদুল্লাপুর ইউএনও নবীনেওয়াজ ও ওসি মাসুদ রানাকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা

শেখ মোঃ সাইফুল ইসলাম :
এডিসি হিসেবে পদোন্নতী পাওয়া গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নবীনেওয়াজ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানাকে বদলীজজনিত কারণে  বিদায় সংবর্ধনা দিয়েছে সাদুল্লাপুর প্রেসক্লাব।

শনিবার বিকেলে সাদুল্লাপুর প্রেসক্লাব কার্যালয়ে তাদের এই সংবর্ধনা দেওয়া হয়। এর আগে, প্রেসক্লাবের সকল সদস্যের উপস্থিতিতে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 

সংবর্ধনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি শাহজাহান সোহেল। প্রেসক্লাবের কোষাধক্ষ মোস্তাফিজার রহমান ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান পলাশ, সাবেক সভাপতি তাজুল ইসলাম রেজা, মাহমুদুল হক মিলন ও সদস্য আমিনুল ইসলাম। এছাড়া এ সময় বক্তব্য রাখেন, বিদায় ইউএনও নবীনেওয়াজ ও ওসি মাসুদ রানা এবং সাদুল্লাপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোস্তাফিজুর রহমান। 

এরআগে, অনুষ্ঠানের শুরুতেই বিদায়ী অতিথি ইউএনও নবীনেওয়াজ ও ওসি মাসুদ রানাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও নবীনেওয়াজ ও ওসি মাসুদ রানার হাতে সম্মননা ক্রেস্ট তুলে দেন প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকসহ সকল সদস্যরা। 

উল্লেখ, নবীনেওয়াজ ২০১৯ সালের ১৬ মে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। গত দুই বছরে সাহসিকতার মধ্যে দিয়ে সৃষ্টিশীল ও ব্যতিক্রমী কর্মযজ্ঞ করে উপজেলার সর্বস্তরের মানুষের হৃদয়ে স্থান করে নেয় নবীনেওয়াজ। গত ২৩ জুন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে নবীনেওয়াজের পদোন্নতির প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

এছাড়া মাসুদ রানা ২০১৯ সালের সেপ্টেম্বরে সাদুল্লাপুর থানায় ওসি হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি সাদুল্লাপুর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক ভুমিকা পালন করেন। সম্প্রতি তাকে পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হিসেবে বদলি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *