সোনারগাঁওয়ে নিজস্ব অর্থায়নে অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করলেন সাবেক এমপি কায়সার

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
করোনার হটস্পট খ্যাত নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিজস্ব অর্থায়নে করোনায় আক্রান্ত সাধারণ মানুষের চিকিৎসার সুবিধার্থে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করলেন আওয়ামীলীগের সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত।

শনিবার বেলা ১২টার দিকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামসহ উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে নিয়ে ২০টি বেডে অক্সিজেন সেবা প্রদানে সক্ষম মিনি অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধন করেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত।

তিনি জানান, প্রাথমিক ভাবে নিজস্ব অর্থায়নে মিনি সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টটিতে ৬টি সিলিন্ডার দিয়ে পুরুষ ওয়ার্ডে ১০টি বেডে অক্সিজেন সেবা প্রদানের কাজ শুরু করেছি। পরবর্তীতে লকডাউন শেষে আরো ৪টি সিলিন্ডার দিয়ে মহিলা ওয়ার্ডের ১০টি বেডে অক্সিজেন সেবা দেয়া হবে এবং পর্যায়ে ক্রমে অক্সিজেন সিলিন্ডার আরো বাড়িয়ে সেবা প্রদান করা হবে।

তিনি আরো জানান, উপজেলা মানুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে এসে যেনো বিরম্বনার স্বীকার না হয় এই জন্য নারায়ণগঞ্জ জেলা পরিষদের ৪ লক্ষ টাকা অর্থায়নে মহিলাদের জন্য একটি পৃথক টয়লেট ও ডাক্তারদের সুরক্ষার জন্য নিরাপত্তা বলয় স্থাপন করার প্রক্রিয়া শুরু হয়েছে।

অক্সিজেন প্ল্যান্ট স্থাপনে কর্তব্যরত আবতাহী ইঞ্জিনিয়ারিং টেকনোলজির ইঞ্জিনিয়ার মো. কামরুল ইসলাম জানান, উপজেলা পর্যায়ে এই প্রথম বেসরকারি ভাবে এই কাজ সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করা হচ্ছে। খুব শীঘ্রই আরো বিস্তৃত পরিসরে সেবা পাবে সোনারগাঁওয়ের মানুষ।

এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাবেক যুবলীগের সভাপতি গাজী মজিবর প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *