সোনাগাজীতে কিশোরী ধর্ষনের চেষ্টার ঘটনায় সিএনজি চালক কারাগারে

সোনাগাজী প্রতিনিধি :
ফেনীর সোনাগাজীর আহম্মদপুর গ্রামের এক কিশোরী(১৪)কে ধর্ষন চেষ্টার মামলায় মো. শাকিল (২৪) নামে এক সিএনজি অটোরিক্সা চালককে শুক্রবার রাতে গ্রেফতার করেছে পুলিশ।

সে আমিরাবাদ ইউনিয়নের আহম্মদপুর গ্রামের ওসমান হাজী বাড়ির কামাল উদ্দিনের ছেলে।

কিশোরীর পরিবার ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছে শাকিল।

সর্বশেষ গত ২৬ জুলাই সন্ধ্যায় বসতঘরের পাশে একা পেয়ে শাকিল ওই কিশোরীকে ঝাপটে ধরে বিবস্ত্র করে ধর্ষনের চেষ্টা চালায়।

এসময় কিশোরীর শোর-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে শাকিল পালিয়ে যায়।

এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ শুক্রবার রাতে তাকে গ্রেফতার করে।

শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন , কিশোরীর মায়ের দায়েরকৃত ধর্ষনচেষ্টা মামলায় শাকিলকে কারাগারে পাঠানো হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *