ফেনী প্রতিনিধি :
ফেনী পৌর চত্বরে শনিবার সকালে করোনার কারনে কর্মহীন পরিবহন শ্রমিক ও অসহায় মানুষদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র উপহার (খাদ্য সামগ্রী) বিতরন কার্যক্রমের উদ্বোধন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি ।
এসময় তিনি বলেন, আওয়ামী লীগ মানবিক সরকার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্ন বাস্তবায়ন করছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। আমরাও তার সারথী হতে চাই ।এটা শুভ সুচনা। ক্রমান্বয়ে এ সহযোগিতা আরো বাড়ানো হবে।
তিনি আরও বলেন করোনা প্রাদুর্ভাব যতদিন থাকবে ফেনীর কোন কর্মহীন মানুষ অভুক্ত থাকবেনা।আমি সবসময় ফেনীবাসীর সাথে ছিলাম, আছি, থাকবো।
ফেনীবাসীর কল্যানে যেখানে যা করার দরকার আমি করবো, বিনিময়ে শুধু মানুষের ভালোবাসা চাই। মানুষের ভালোবাসা নিয়েই আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই।
ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজির সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ।