ফেনী’ প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী উপজেলার আহম্মদপুর গ্রামের এক কিশোরী(১৪)কে ধর্ষন চেষ্টার অভিযোগ উঠেছে শাকিল (২৪) নামে এক লম্পটের বিরুদ্ধে। শাকিল উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আহম্মদপুর গ্রামের ওসমান হাজী বাড়ীর কামাল উদ্দিনের ছেলে।
জানা যায়, দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছে লম্পট শাকিল। সর্বশেষ গত ২৬ জুলাই সন্ধ্যায় বসতঘরের পাশে একা পেয়ে শাকিল ওই কিশোরীকে ঝাপটে ধরে বিবস্ত্র করে ধর্ষনের চেষ্টা চালায়। এসময় ভিকটিমের শোর-চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে লম্পট শাকিল পালিয়ে যায়।
এ ঘটনায় প্রথমে আমিরাবাদ ইউনিয়ন পল্লী আদালতে অভিযোগ দেন কিশোরির মা।
আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির সালিশী বৈঠকে ঘটনার বিবরন শুনে থানায় মামলা দেয়ার পরামর্শ দেন।
বৃহষ্পতিবার (২৯জুলাই) থানায় লিখিত অভিযোগ দেন ভিকটিমের মা। বাদি জানান, লম্পট শাকিল নানাভাবে তার মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি সমাজপতিদের জানিয়েছিলেন।
ধর্ষনচেষ্টার বিষয়টিও তিনি পল্লী আদালত ও সমাজপতিদের জানিয়ে থানায় অভিযোগ দিয়েছেন । তিনি লম্পট শাকিলের উপযুক্ত বিচার দাবি করেছেন।
সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম জানান, ভিকটিমের মায়ের দেয়া অভিযোগ তদন্ত হচ্ছে। দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। বাংলারদর্পণ