পলাশবাড়ীর অসহায় কোহিনুর বাঁচতে চায় | বাংলারদর্পণ

শেখ মোঃ সাইফুল ইসলাম :
টাকার বিকল্প টাকা, জীবনের বিকল্প জীবন, মানবের হৃদয়েই আসবে মানবপ্রেম আর তারাই আপনে গোপনে প্রদান করে মানবিক সহায়তা।

গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের বাড়াইপাড়া গ্রামের নুরুল ইসলামের স্ত্রী দুই সন্তানের জননী কোহিনুর বেগম(৪৫) এর পায়ের হাড় ক্ষয় রোগে দীর্ঘদিন ধরে সঠিক চিকিৎসার অভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ৷

গত কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে মানবিক সহযোগিতার পোস্ট চোখে পরলেও আজও কেউ দেয়নি মানবিক সহযোগীতা বা সুচিকিৎসার জন্য আর্থিক সহায়তা। 
অর্থা অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে পরিবারটি।

তিনি প্রায় ২ বৎসর যাবৎ হাড় ক্ষয়জনিত রোগে ভুগছেন ৷ অবশেষে তাকে ক্রাচে ভর করে কোনমতে হাটাচলা করতে হচ্ছে ৷

এই হাড় ক্ষয় রোগের চিকিৎসা করতে তার সহায় সম্বল ভিটেমাটি সবকিছু শেষ হয়েছে, বর্তমানে তিনি প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন ৷ চিকিৎসা ও প্রয়োজনীয় খাদ্য অভাবে নুয়ে পড়ছেন কহিনুর বেগম।

সে সময় তিনি সেবিকা জেনারেল হাসপাতাল ঢাকাতে ভর্তি হয়ে চিকিৎসা চালিয়ে আসছিলেন৷ 
বর্তমানে অর্থাভাবে তার চিকিৎসা চালানো সম্ভব না হওয়ায় তাকে নিজ বাড়ীতে মানবেতর চিকিৎসা অভাবে মৃত্যুর দিন গুনতে হচ্ছে ৷

অসহায় এ নারীর ও পরিবারের আকুতি সমাজের বিত্তশালী, দানবীর, সমাজসেবক ও সরকারী পৃষ্ঠপোষকতা বা সহযোগীতা পেলে হয়ত সে পুনরায় বেঁচে থাকার স্বপ্ন দেখার সুযোগ পাবে ৷ 
তাই তিনি সকলের সহযোগীতা বাঁচতে চায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *