নিজস্ব প্রতিবেদক :
ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। করোনা ভাইরাস নামক বিষাক্ত অদৃশ্য শক্তিকে প্রতিহত করে পৃথিবীর নতুন সূর্যের আলোর প্রত্যাশায় দেশবাসী ও প্রবাসী বাংলাদেশী ভাই ও বোনদের ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, বাংলার দর্পণ নিউজ পেপারে গাইবান্ধা জেলা প্রতিনিধি ও কেন্দ্রীয় মানবাধিকার কর্মী সাংবাদিক শেখ মোঃ সাইফুল ইসলাম।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশে এবং দেশের বাহিরে অবস্থানরত ভাই বোন ও বাংলার দর্পণের পাঠক সমাজ ভাইদের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তিনি।
শুভেচ্ছা বার্তায় তিনি সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে বলেন, ত্যাগ ও মানবতার মহিমায় উদ্ভাসিত হোক সকলের জীবন।
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এই দুঃসময় কেটে গিয়ে পবিত্র ঈদুল আযহা সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও সমৃদ্ধি।
মহামারীর এই সময়টাতে নিজের এবং পরিবারের সুস্থ্যের কথা চিন্তা করে স্বাস্থ্যবিধি মেনে চলার কথাও বলেন তিনি।
পাশাপাশি বাংলার দর্পণের সকল পাঠক, সাংবাদিক ও শুভানুধ্যায়ীকে জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা, ঈদ মোবারক।
আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে সচেতনতা বৃদ্ধি করুন।