পরশুরামে ২৪ বছর পর সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার | বাংলারদর্পণ

আবদুল মান্নান
ফেনী শহরে বিশেষ অভিযান পরিচালনা করে চোরাচালান মামলায় ২৪ বছর পর বেলাল হোসেন নামের সাড়ে সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পরশুরাম থানা পুলিশ।

পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ মুঃ খালেদ হোসেন এর নের্তৃত্বে পরশুরাম থানা পুলিশের একটি টিম ফেনী শহরে বিশেষ অভিযান পরিচালনা করে ২৪ বছর পরে সাড়ে সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী বেলাল হোসেনকে বৃহস্পতিবার সন্ধ্যায় ফেনী শহর থেকে গ্রফতার করেছে পুলিশ।

বেলাল হোসেন পরশুরাম উপজেলার পশ্চিম রাঙ্গামাটিয়া গ্রামের মৃত শেখ আহম্মদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আজ থেকে ২৪ বছর আগে ১৯৯৬ সালে করা একটি চোরাচালান মামলায় ফেনীর বিশেষ ট্রাইব্যুনাল আদালত বেলাল হোসেনকে সাত বছর কারাদণ্ড ও অর্থদণ্ড অনাদায়ে আরও ৬মাস দণ্ডাদেশ দেন। সাজা হওয়ার আগে থেকে বেলাল হোসেন আত্মগোপনে ছিলেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় পরশুরাম থানার একটি পুলিশ টিম ফেনী শহরে বিশেষ অভিযান পরিচালনা করে আসামি বেলাল হোসেনকে গ্রেফতার করে।

পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ মু খালেদ হোসেন জানান, আজ থেকে ২৪ বছর আগে ১৯৯৬ সালে করা চোরাচালানের একটি মামলায় ফেনীর বিশেষ ট্রাইব্যুনালে আসামি বেলাল হোসেনর ৭বছর কারাদণ্ড ও অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাস দণ্ডাদেশ দেওয়া হয়।

তার পর থেকে সাজা ভোগ করার আগেই আত্মগোপনে চলে গিয়ে দীর্ঘ ২৪ বছর পলাতক ছিলেন আসামী বেলাল হোসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ফেনী শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার সকালে আটককৃত আসামী বেলাল হোসেনকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি মুঃ খালেদ হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *