সুবর্ণচরে ৩২৫ পরিবারের মাঝে খাদ্য সমাগ্রী বিতরণ করেছে ওয়ান ব্যাংক

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী;
নোয়াখালী সুবর্ণচরে করোনা ভাইরাসে কর্মহীন ক্ষতিগ্রস্থ ও অসহায় ৩২৫ পরিবারকে ত্রাণ সামগ্রী প্রদান করেছে ওয়ান ব্যাংক লিমিটেড সুবর্ণচর শাখা।

ওয়ান ব্যাংকের আয়োজনে নিরাপদ দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ১৪ জুলাই (মঙ্গলবার) বেলা ১১ টায় সুবর্ণচর উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ শহিদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়। ১৫ কেজি চালের সাথে আলু, আটা, তৈল, পেঁয়াজ, মসুরির ডাল, লবণ, সাবান, শুকনা মরিচসহ প্রয়োজনীয় খাদ্য সমাগ্রী।

ওয়ান ব্যাংক লিমিটেড সুবর্ণচর শাখার ম্যানেজার সুমন চন্দ্র সাহার সভাপতিত্বে ও সিনিয়র কর্মকর্তা রাকিব আহমেদের সঞ্চালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরিফুর রহমান, ওয়ান ব্যাংক লিমিটেড মাইজদী শাখার ম্যানেজার এস,কে,এম,এম রবিউল ইসলাম, সুবর্ণচর উপজেলা আওয়ামি লীগের সাধারন সম্পাদক ও ৫নং চরজুবিলী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোহাম্মদ হানিফ চৌধুরী, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক লায়ন সাইফুল ইসলাম সুমন, শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক বাবু শিমুল চন্দ্র দাস, সিনিয়র শিক্ষক বেলাল উদ্দিনসহ ওয়ান ব্যাংকের কর্মকতা কর্মচারী ও এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, করোনা ভাইরাস দিন দিন আরো ভয়ংকর আকার ধারন করছে, প্রত্যেকে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, নিরাপদ দূরত্ব বজায় রাখলে করোনা ভাইরাস প্রতিরোধ সম্ভব পাশাপাশি ওয়ান ব্যাংকের মত এলাকার অন্য ব্যাংক গুলোসহ বিত্তবানরা অসহায় মানুষের পাশে দাঁড়ালে কর্মহীন মানুষ গুলোর খাদ্যর অভাব থাকবেনা।

ত্রাণ সামগ্রী পেয়ে খুশি অসহায় মানুষ গুলো, সুবিধাভোগীরা বলেন, প্রায় ২ বছর ধরে করোনা মহামারি চলমান আমরা কাজ কর্ম হারিয়ে মানবেতর জীবন যাপন করছি, ওয়ান ব্যাংক লিমিটেড সুবর্ণচর শাখা আমাদের পাশে দাঁড়ানোর জন্য তাদেরকে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *