ফেনী’ প্রতিনিধি :
সোনাগাজী প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা ২৮মে শুক্রবার বিকেল ৫টায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় প্রেসক্লাব সভাপতি গাজী মোহাম্মদ হানিফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ছালাহ্ উদ্দিন এর সঞ্চালনায় উপস্থিত বক্তব্য রাখেন সোনাগাজী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোর্শেদ আলম প্রিন্স, সাবেক সভাপতি সৈয়দ মনির আহমেদ, সিনিয়র সহসভাপতি মোঃ ওবায়দুল হক, সহসভাপতি কবি মহিউদ্দিন খোকন,
আরো বক্তব্য দেন , সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খাঁন সজীব, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম, কোষাধ্যক্ষ আফতাব হোসেন মমিন ভূঞা, দপ্তর সম্পাদক নুরুল আলম মহব্বত, নির্বাহী সদস্য বাহার উল্যাহ বাহার, সদস্য কামাল উদ্দিন, এম নাছির উদ্দিন, শহীদুল ইসলাম প্রমূখ।
প্রেসক্লাবের কার্যক্রম ও পেশাগত দায়িত্বে গতিশীলতা বৃদ্ধি এবং ভোটার তালিকা হালনাগাদ করন ও নির্বাচন সংক্রান্ত বিষয়ে বিশদ আলোচনা করা হয়।
নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের সিদ্ধান্ত হয় । সাবেক সভাপতি সৈয়দ মনির আহমদকে প্রধান করে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়।
বাংলারদর্পন