রামগড়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি :

 “দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি” প্রতিপাদ্য বিষয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০১৯ র‌্যালি, দুর্যোগকালীন মহড়া ও আলোচনা সভার মধ্যেদিয়ে খাগড়াছড়ির রামগড়ে দিবসটি উদযাপিত হয়েছে। 

 

রবিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা টাউনহল প্রাঙ্গন থেকে একটি র‌্যালি রামগড় বাজার হয়ে রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ে  ফায়ার সার্ভিস ও যুব রেড ক্রিসেন্টের আয়োজনে যৌথ মহড়ায় অংশ নেয়। রামগড় উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ইনচার্জ ডলার ত্রিপুরা পরিচালনায় ভূমিকম্প ও অগ্নি নির্বাপনের মহড়া প্রদর্শন করা হয়। পরে বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াদ হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়াম্যান (ভারপ্রাপ্ত) আবদুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আতকুর রহমান, উপজেলা মৎস কর্মকর্তা বিজয় কুমার দাস, রামগড় উপজেলা প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু ও উপজেলা যুব রেড ক্রিসেন্ট রামগড় ইউনিটের উপ-প্রধান ১ আবছার হোসেন।

 

এই সময় সরকারী  কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ফায়ার সার্ভিস, উপজেলা যুব রেড ক্রিসেন্ট ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *