চকরিয়া পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
চকরিয়ায় পিকআপ ও মোটারসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী যুবক-যুবতী নিহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়কের চকরিয়াস্থ বানিয়ারছড়া স্টেশনের দক্ষিণে ময়লার স্তুপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহীরা হলেন, কুমিল্লা জেলার কোতোয়ালী কাপটন বাজার এলাকার দুলাল মিয়া’র ছেলে বোরহান উদ্দিন বিপু (২৩) ও একই এলাকার মিশর আহমদের কন্যা তাবাচ্ছুম মারিয়া জুঁই (১৫) ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিপু ও জুঁই মোটরসাইকেলযোগে কক্সবাজার থেকে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়াস্থ বানিয়ারছড়া স্টেশনের দক্ষিণে ময়লার স্তুুপ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুইজনের মৃত্যু হয়।

চিরিংগা হাইওয়ে পুলিশের ইনচার্জ পরিদর্শক একেএম শরফউদ্দিন বলেন, নিহত দুইজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পিকআপ গাড়িটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে যায়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *