ফেনী’প্রতিনিধি :
ফেনীর ফুলগাজীতে হাত-মুখ বেঁধে প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার(২০ মে) ভুক্তভোগীর চাচা বাদী হয়ে অজ্ঞাত আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
নির্যাতিত শিশুটি ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও নির্যাতিত পরিবার সূত্রে জানা যায়, প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে পূর্বে থেকে উৎপেতে থাকা এক দুর্বৃত্ত শিশুটিকে পার্শ্ববর্তী নির্জন স্থানে নিয়ে যায়। এ সময় মুখ ও হাত বেঁধে তাকে ধর্ষণ করে।
পরে শিশুটি কান্নারত অবস্থায় ঘরে ফিরলে পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পারে। একপর্যায় ভুক্তভোগী শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ফুলগাজী থানার ওসি এ এন এম নুরুজ্জামান অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান , ধর্ষককে ধরতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। ইতিমধ্যে ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা ও ২২ ধারায় জবানবন্ধী রেকর্ড করে আদালতে পাঠানো হয়েছে।
ফেনী জেনারেল হাসপাতালের আরএমও জানান, ধর্ষনের আলামত নিয়ে হাসপাতালে একটি শিশু ভর্তি হয়েছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।