নবীনগরে দেড়শতাধিক বছরের প্রাচীন মন্দিরের জায়গা বেদখল,প্রতিবাদে মানববন্ধন

নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর মধ্যপাড়া কাশারু বাড়িতে প্রায় দেড় শতাধিক বছরের প্রাচীন শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ ও বালক দ্বীনবন্ধু মন্দিরের জায়গা বেদখল হওয়ায় মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে শনিবার (১৫/৫) সকালে মন্দির প্রাঙ্গণে মন্দিরের জায়গা উদ্ধার ও মন্দির পূনঃ প্রতিষ্ঠার লক্ষে মানববন্ধন করে সনাতন ধর্মের শতাধিক ভক্তবৃন্দ।

জানা যায় প্রায় দুইশত বছর পূর্বে ওই মন্দিরে শ্রী শ্রী রাধা কৃষ্ণের পূজা অর্চনা করা হতো।
ওই সম্পত্তির মালিক ছিলেন ভগবান শ্রী কৃষ্ণের ভক্ত বালক দ্বীনবন্ধুর পরিবার।

দেড় শতাধিক বছর পূর্বে শ্রী কৃষ্ণের ধ্যান ও আরাধনা করে যজ্ঞ অবস্থায় মাত্র ১৭ বছর বয়সে এই মহাসাধক বালক দ্বীনবন্ধু দেহ ত্যাগ করেন।
ওই মন্দিরেই তার দেহ সমাধি করা হয়েছিলো। এরপর থেকে ওই মন্দিরের নাম করন করা হয় শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ ও বালক দ্বীনবন্ধু মন্দির।

প্রতিবছরই ওই মন্দিরে ১৭ মাঘ মহাসাধক বালক দ্বীনবন্ধুর প্রয়ান দিবস উপলক্ষে মহোৎসব হয়ে আসছে।

বর্তমানে ওই মন্দির সংলগ্ন জায়গায় একটি সরকারি প্রাইমারি স্কুল রয়েছে।
ওই স্কুলের দুতালার সিড়ি ও ল্যাট্রিন করার কারনে মন্দিরের জায়গা বেদখল ও সংস্কারের অভাবে মন্দিরের অস্তিত্ব বিলিন হওয়ার পথে।

এমতাবস্থায় মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে শনিবার সকালে ওই মন্দিরটি স্থানান্তর করে পার্শ্ববর্তী দ্বীনবন্ধুর নামে রেকর্ডকৃত জায়গায় পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষে মানববন্ধন করেন।
ওই মানববন্ধনে মহাসাধক দ্বীনবন্ধুর জায়গায় যেন আর কোন স্থাপনা বা দখল করতে না পারে সেজন্য সরকারের প্রতি জোর দাবী জানান এবং সকলের সহযোগিতা কামনা করেন মন্দির কমিটির নেতৃবৃন্দ।

এ সময় মন্দির পরিচালনা কমিটির সভাপতি রতন কুমার দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সেক্রেটারি নারায়ন সরকার,ভানু দেব, রুবেল দেব, শিমূল বনিক, মনিন্দ্র মজুমদার, সজল বনিক ও ডাঃ নারায়ন বনিক প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *