ফুলগাজীতে বাস চাপায় স্কুলছাত্র নিহত

ফেনী :
ফেনী -পরশুরাম আঞ্চলিক মহাসড়কের কলাবাগান নামক স্থানে বাস চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছেন। ১২ এপ্রিল, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাত্রের নাম তাসিন উদ্দিন (১৩)।

সে ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র ও উপজেলার বাসুরা গ্রামের প্রবাসী ওমর আলী দুলালের ছেলে।

জানাগেছে, সকাল সাড়ে ১০টার দিকে ফুলগাজী বাজারে এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যাচ্ছিলেন তাসিন উদ্দিন। পথিমধ্যে ফেনী- পরশুরাম সড়কের কলাবাগান এলাকায় মেহরাজ-নাইমুন পরিবহনের একটি ফেনীগামি বাস তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান এবং বাসটি আটকে রাখেন। ফুলগাজী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহতের মামা বরইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. জয়নাল আবেদীন বলেন, বাসের বেপরোয়া গতির কারনে এমন দুর্ঘটনা ঘটেছে। চালকের শাস্তি দাবি করেন তিনি।

ফুলগাজী থানার অফিসার ইনচার্জ ওয়াহিদ পারভেজ বলেন, নিহতের মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা গেলেও চালক পালিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *