আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চালককে খুন করে অটোরিকসা নিয়ে যায় ছিনতাইকারীরা। ঘটনাটি ঘটে শুক্রবার দুপুর আড়াইটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার হাসিমপুর নামক এলাকায়। নিহত চালক হলেন মোঃ জুয়েল কাজী (১৭)।
সে উপজেলার ধরখার ইউনিয়নের চান্দপুর গ্রামের আজিজুল কাজীর ছেলে। এদিকে রাতে ঘটনার সাথে জড়িত হানজেলা (২১) ও মোঃ সাফায়েত কাজী (২২) নামের দুই যুবককে আটক করে পুলিশ । তারা উভয়ই উপজেলার ছতুরা শরীফ ও চান্দপুর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, ছিনতাইকারিরা মোগড়া যাওয়ার কথা বলে জুয়েলের ব্যাটারিচালিত অটোরিকসাটি ভাড়া নেয়। পথিমধ্যে তারা চালক জুয়েলকে বেদম মারধর করে অটোরিকসাটি ছিনিয়ে নেয়।
চলে যাওয়ার সময় আহত জুয়েল তাদের চিনেন বলে চিৎকার করলে তারা ফিরে এসে গলায় রশি পেছিয়ে তার মৃত্যু নিশ্চিত করেন। পরে মরদেহ পুকুরে ফেলে তারা চলে যায়। এদিকে রাতে অটোরিক্সাটি বিক্রি করতে গিয়ে হানজেলা ও সাফায়েতের নাম পুলিশের কানে চলে আসে । পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেন।
ধরখার ফাড়ি থানা ইনচার্জ ও সহকারি পরিদর্শক বিমল কর্মকার জানান, আটককৃতদের দেয়া তথ্যে মতে প্রায় ৪ ঘন্টা রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে হাসিমপুর নিজাম উদ্দিনের পুকুর থেকে নিহত জুয়েলের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন আটক দুইজনসহ আরো পাঁচজনকে আসামী করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।