মো. আফজাল হােসেনে দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের ফুলবাড়ীতে তপেদী রানী চৌধুরী (৫৫) নামে এক গহবধুর রহস্য জনক মৃত্যু হয়েছে। আসলে হত্যা না আত্মহত্যা এ নিয়ে গুঞ্জন উঠেছে । ঘটনাটি ঘটেছে গত বৃহঃষ্পতিবার দিবাগত রাত্রীতে ফুলবাড়ী উপজেলার পৌরশহরের সুজাপুর গ্রামে । জানাযায় প্রতিদিনের ন্যায় পল্লী চিকিৎসক সাধনাদ চৌধুরী স্ত্রী তার নিজ বাড়ি সুজাপুরেই বসবাস করতেন। ঐ দিন তার প্রথম স্ত্রীর তপেদী রানী চৌধুরী পল্লী চিকিৎসক সাধনাদ চৌধুরীর চেম্বারে টিপিনবাটি নিয়ে রাত সাড় ৮টায় বাড়ি ফিরছিলেন। তার স্বামী বাড়িতে এসে খুজে না পেয়ে মোবাইল করলে তার ফােন বন্ধ থাকায় এবং বাড়িতে ফিরে না আসায় তাকে খাজাখুজি করে না পেয়ে অবশেষে পল্লী চিকিৎসক সাধনাদ চৌধুরী গত ০৭/০৪/০২০১৭ইং তারিখ রাত্রী ১২টায় ফুলবাড়ী থানায় একটি সাধারন ডায়রী করেন। যার ডায়রী নং ২৮০ । পররদিন গতকাল শুক্রবার সকাল পার্শবর্তী সুজাপুর তেতুলা ব্রীজের পশ্চিম পাশ্বে বাঁশঝাড়ে তপদী রানীর লাশ এলাকার লোকজন দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন।থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ফুলবাড়ী থানায় আনেন। এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব এর সাথে কথা বললে তিনি জানান, পারিবারিক কলহে তাকে হত্যা করা হয়েছে