সোনাগাজী প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী উপজেলার পর্যটন কেন্দ্র মুহুরী প্রজেক্ট এলাকায় দ্রুতগতির একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের চা দোকানে ডুকে পড়ে ক্রেতাদের চাপা দিলে ঘটনাস্থলে এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়। শুক্রবার সন্ধ্যায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রজেক্ট বাজার রাস্তার পাশের চা দোকানে ডুকে পড়ে ক্রেতাদের চাপা দিলে ঘটনাস্থলে আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের ফখরুল ইসলাম শাওন (১৯) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়।
শাওন আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের আক্রাম আলী হাজী বাড়ীর মোঃ আহছান উল্লাহ মিয়ার পুত্র ও চট্টগ্রামস্থ বিএএফ শাহীন কলেজের ছাত্র ।
আমিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল আলম জহির সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাড়ী জব্দ করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। বাংলারদর্পণ