ফেনী প্রতিনিধি :
ফেনীর শহরের রামপুর ১৬নং ওয়ার্ডের শাহীন একাডেমি রোড়স্থ বায়তুল আমান জামে মসজিদের পাশে একটি কলোনি থেকে শনিবার দুপুরে তানিয়া বেগম (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, চার বছর পূর্ব বালিগাঁও ইউনিয়নের আফতাববিবি এলাকার ফকির আহমেদ ছেলে মোঃ ইউসুফের সাথে পরশুরামের মালিপাথর এলাকার নুরু মিয়া মেয়ে তানিয়ার বিয়ে হয়।
তাদের দুটি কন্যা সন্তান রয়েছে। তবে প্রাথমিকভাবে মৃত্যুর কারন জানা যায়নি। বাংলারদর্পন