কুমিল্লায় নৌকার পক্ষে মাঠে নামছে নাফিসা ও সূচনা

 

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা সিটিকর্পোরেশন নির্বাচনে আ’লীগ দলীয় মেয়র প্রার্থীর বিজয় সুনিশ্চিত করতে শুক্রবার বিকেলে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল (লোটাস কামাল)’র বাড়িতে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে স্থানীয় আ’লীগ দলীয় কাউন্সিলর প্রার্থী ও নেতাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলার সদর দক্ষিণ উপজেলার লালমাই সংলগ্ন দ্যূতিয়াপুর গ্রামে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামালের গ্রামের বাড়িতে বিকেল সাড়ে ৩ টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ৯টি সিটিকর্পোরেশনের ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্ধিতাকারী ও স্থানীয় পর্যাযের নেতারা এমতবিনিময় সভায় উপস্থিত হন।

এসময় সেখানে উপস্থিত আসন্ন সিটিকর্পোরেশন নির্বাচনে কেন্দ্র থেকে আসা আ’লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ, সাংগঠনিক সম্পাদক কাজী এনামুল হক শামীম, অসীম কুমার উকিল উপস্থিত ছিলেন।

উপস্থিত কাউন্সিলর প্রার্থী ও নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে জাফর উল্লাহ বলেন, এটা গুরুত্বপূর্ণ নির্বাচন। বিগত সময়ে এখানে নৌকার বিরোধীরা বিজয়ী হয়েছে, এবার নৌকার প্রার্থীকে বিজয়ী করাতে হবে। কাউন্সিলর প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, আগে নৌকার পক্ষে ভোট তার পর কাউন্সিলরদের জন্য ভোট চাইতে হবে।

জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চাওয়ার পরামর্শ দিয়ে তিনি আরো বলেন, আমাদের মন্ত্রী আ হ ম মোস্তফা কামালের মেয়ে নাফিসা কামাল, সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের মেয়ে সূচনা নৌকার মেয়র প্রার্থী সীমার পক্ষে ভোট চাইতে মাঠে নামবে। যে কোন মূল্যে মানুষের কাছে গিয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। এটা প্রধানমন্ত্রীর মার্কা।

এনামুল হক শামীম বলেন, কুমিল্লা সিটিকর্পোরেশনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রীর কাছে যেতে চাই।

আ হ ম মোস্তফা কামাল বলেন, আমাদের ৯ ওয়ার্ডের মাঝে ৮টিতে একক প্রার্থী। যেকোন মূল্যে নৌকার বিজয় নিশ্চিতে সবাইকে একসাথে কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *