ফেনী’ প্রতিনিধি:
ফেনী পৌরসভার নব-নির্বাচিত মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী ও কাউন্সিলরবৃন্দ দায়ীত্ব গ্রহন করেছেন। নিয়মানুযায়ী ১ম অধিবেশনেই প্যানেল মেয়র মনোনীত করার বিধান রয়েছে।
সে অনুযায়ী ১মার্চে প্রথম সভায় পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মফিজ উল্লাহকে প্যানেল মেয়র-১, ৫নং ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবদীন লিটন হাজারী প্যানেল মেয়র-২ মনোনীত করা হয়।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর (১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ড ) মঞ্জু রাণীকে নারী প্যানেল মেয়র ঘোষণা করা হয়।
ফেনী পৌরসভার গত মেয়াদে ১ নং ওয়ার্ড কাউন্সিলর আশ্রাফুল আলম গিটার প্যানেল মেয়র-১ ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম স্বপন মিয়াজী প্যানেল মেয়র-২ এর দায়িত্বে ছিলেন। সংরক্ষিত ওয়ার্ড (১,২,৩) কাউন্সিলর সাহিদা আক্তার চাঁপা মহিলা প্যানেল মেয়র’র দায়িত্বে ছিলেন।