সোনাগাজীতে মুক্তিযোদ্ধা পুণঃযাচাইয়ের কমিটিতে পরীক্ষক নিজেই পরীক্ষার্থী | বাংলারদর্পণ

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এর সুপারিশ ছাড়া যাঁদের নাম বীর মুক্তিযোদ্ধা হিসেবে বেসামরিক গেজেট হয়েছে তাদের মধ্যে ৩৯হাজার ৯৬১জন মুক্তিযোদ্ধার তালিকা ওয়েবসাইটে প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় ও জামুকা।উক্ত তালিকায় সোনাগাজী উপজেলার ১০৪জন মুক্তিযোদ্ধার নাম রয়েছে।

তাদের পুণঃযাচাইয়ের জন্য ৪সদস্যের একটি কমিটি ঘোষনা দেয় জামুকা। উক্ত কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা শামসুল হুদা । তাঁর নামই পুণঃযাচাইয়ের তালিকায় ২নং ক্রমিকে রয়েছে। অর্থাৎ পরীক্ষক নিজেই পরীক্ষার্থী ।

জামুকার মহাপরিচালক স্বাক্ষরিত নির্দেশনা অনুযায়ী উক্ত কমিটিতে জামুকার প্রতিনিধি নুরুল আমিনকে আহবায়ক, উপজেলা নির্বাহী অফিসারকে সদস্য সচিব , স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি জসিম উদ্দিন ও জেলা প্রশাসকের প্রতিনিধি শামসুল হুদাকে সদস্য করা হয়েছে।

উক্ত কমিটি আগামী ৬ থেকে ৮ফেব্রুয়ারির মধ্যে তালিকায় প্রকাশিত ১০৪জন মুক্তিযোদ্ধাদের পুণঃযাচাই বাছাই করবেন।

উক্ত কমিটি বাতিল করতে বুধবার ফেনী’ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন সাবেক উপজেলা সংসদ কমান্ডার মফিজুল হক পাটোয়ারি।

যুদ্ধকালিন কমান্ডার কেএম খুরশিদ আলম জানান, লালবই, ভারতীয় তালিকা ও মুক্তিবার্তায় নাম না থাকায় অনেকের নাম বাদ যেতে পারে। তিনি আরো জানান, সঠিক যাচাই বাছাইয়ের উপযুক্ত ও জামুকার ম্যনুয়াল অনুযায়ী কমিটি করা উচিত ছিল।

পরীক্ষক নিজেই পরীক্ষার্থী হলে কে কার ফলাফল দেবেন। দ্রুত এ কমিটি স্থগিতের জন্য তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেছেন।

এ ব্যপার উপজেলা ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা নাছির উদ্দিন জানান, বীর মুক্তিযোদ্ধা শামসুল হুদাকে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে সদস্য করা হয়েছে। তাঁর নাম ভূলক্রমে পুণঃযাচাইয়ের তালিকায় এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *