বঙ্গবন্ধু শিল্পনগরের সংযোগ সড়ক চারলেনে উন্নীত করতে মন্ত্রীকে মাসুদ চৌধুরীর চিঠি

ফেনী প্রতিনিধি :
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের সাথে ফেনী সংযোগ সড়ক চারলেনে উন্নীত করতে সড়ক পরিবহন মন্ত্রীক চাহিদাপত্র দিয়েছেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী।

চাহিদাপত্রে তিনি উল্লেখ করেন, সোনাগাজী-মিরসরাই সড়ক ও ফেনী নদী সেতু নির্মানের ফলে তিন উপজেলা এবং বঙ্গবন্ধু শিল্প নগরের সংযোগ হয়েছে। যা বঙ্গবন্ধু শিল্প নগরের মালামাল পরিবহন ও যোগাযোগ ব্যবস্থায় কাজে লাগবে। এতে বিঘ্ন ঘটবে দুই লেনের সোনাগাজী-ফেনী সড়কে।

উক্ত সড়কটি চারলেনে উন্নীত করতে ভুমি অধিগ্রহনের প্রয়োজন হবেনা উল্লেখ করে চিঠিতে সাংসদ লিখেন, সড়কটি চারলেনে উন্নীত করার কার্যক্রম গ্রহন করলে এ অঞ্চল অর্থনৈতিক প্রান চাঞ্চল্য বাড়বে।

উল্লেখ্য প্রস্তাবিত সোনাগাজী-কোম্পানীগঞ্জ নৌ বন্দরেরও সংযোগ সড়ক সোনাগাজী-ফেনী সড়ক।

#সৈয়দ মনির, বাংলারদর্পণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *