নওগাঁ প্রতিনিধি: খরিপ-১/২০১৭-১৮ মৌসুমে উফশী আউশ ও নেরিকা আউশ ধান চাষ বৃদ্ধির লক্ষ্যে নওগাঁর রাণীনগরে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র চাষীদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার, সেচ ও আগাছা দমন সহায়তায় কৃষি উপকরন বিতরণের উদ্বোধন করা হয়।
সোমবার সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিষদের সভা কক্ষে উপজেলার ৭শ ২০জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া বিনতে তাবিবের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হারুনুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান ছনিয়া ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এসএম গোলাম সারওয়ার, কৃষি সম্প্রসারন কর্মকর্তা সবুজ কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন প্রমুখ।