দিনাজপুরে ৭ দফা দাবীতে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মানববন্ধন

মাে আফজাল হােসেন, দিনাজপুর প্রতিনিধি:
এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের ৮ম পে কমিশনের আলােকে ৫% প্রবৃদ্ধি প্রদানসহ ৭ দফা দাবীতে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) দিনাজপুরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
১১ ডিসেম্বর রােববার দিনাজপুর প্রেসক্লাব সম্মুখে সড়কে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) দিনাজপুর মানববন্ধন কর্মসূচীত বাকবিশিস এর সভাপতি বদিউজ্জামান বাদল এর সভাপতিত্বে বক্তারা বলেন, অষ্টম জাতীয় প-কমিশন অনুযায়ী প্রতি বছর ৫% প্রবৃদ্ধি যথাসময় থেকে সরকারী কর্মচারী গণ পেয়ে আসছে অথচ এমপিওভুক্ত শিক্ষকদের অন্যায়ভাবে বঞ্চিত করা হচ্ছে এবং সেই সাথে অন্যান্য দাবীগুলাে উপেক্ষিত। এমতাব¯ায় শিক্ষক সমাজ অত্যন্ত ক্ষুদ্ধ ও মর্মাহত।
মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন নিউ মডেল কাঞ্চন কলেজের প্রভাষক মাে রহমত উল্লাহ, নিউ মডেল কলেজের প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, কারট হাট ডিগ্রী কলেজের প্রভাষক জালাল উদ্দিন আহাম্মদ, গাউসুল আজম কলেজের প্রভাষক ফেরদৌস আলী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন নসিপুর ¯ুল এন্ড কলেজের প্রভাষক প্রভাস চদ্র রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *