মাে. আফজাল হােসেন, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় পাটির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। শনিবার দিনাজপুরের ফুলবাড়ী ¯ানীয় রাবেয়া কমিনিউটি সেন্টার অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১১ টা থেকে বিকেল পর্যÍ চলে দ্বি-বার্ষিক সম্মেলনের অনুষ্ঠান।
অনুষ্ঠানের শেষ ভাগে উপ¯িত সদস্যগনের সমর্থন, উপজেলা জাতীয় পাটির আহবায়ক মাঃ সামিউল আলমকে সভাপতি ও সদস্য সচিব মাঃ সাইফুল ইসলামকে সাধারন সম্পাদক নির্বাচিত করে, ৭১ সদস্য উপজেলা জাতীয় পাটির কমিটি ঘােষনা করা হয়। কমিটির সদস্যদের নাম ঘােষনা করেন, সম্মেলনের প্রধান অথিতি জাতীয় পাটির কদ্রিয় কমিটির ভাইস চেয়ারম্যান ও দিনাজপুর জেলা জাতীয় পাটির সভাপতি আলহাজ মাঃ দেলওয়ার হােসেন।
জাতীয় পাটির দ্বি-বার্ষিক সম্মেলন, ফুলবাড়ী উপজেলা জাতীয় পাটির আহবায়ক মাঃ সামিউল আলম এর সভাপতিত্বে প্রধান অথিতি হিসব উপ¯িত ছিলেন, জাতীয় পাটির কেদ্রিয় কমিটির ভাইস চেয়ারম্যান ও দিনাজপুর জেলা জাতীয় পাটির সভাপতি, আলহাজ মাে দেলওয়ার হােসেন, বিশেষ অথিতি হিসব উপ¯িত ছিলেন, দিনাজপুর জলা জাতীয় পাটির সাধারন সম্পাদক ও কেদ্রিয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক আহম্মদ শফি রুবেল, জেলা জাতীয় পাটির সহ-সভাপতি এ্যাডভােকেট নুরুল ইসলাম, জলা জাতীয় পাটির যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডভােকেট জুলফিকার আলী। সম্মেলন বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা জাতীয় পাটির সভাপতি কাজি আব্দুল গফুর, ফুলবাড়ী উপজেলা জাতীয় পাটির সদস্য সচিব সাইফুল ইসলাম, জাতীয় পাটির নেতা সকদার আলী জিনাহ, পার্বতীপুর উপজলা জাতীয় পাটির মহিলা সভানত্রী মাঃ রওশন আরা বেগম।
সম্মেলন শেষে উপ¯িত জাতীয় পাটির নেতা কর্মিদের মতামত গ্রহন করেন, মাঃ সামিউল আলমক সভাপতি ও মাঃ সাইফুল ইসলামক সাধারন সম্পাদক নির্বাচিত কর ৭১ সদস্য বিশিষ্ঠ উপজেলা জাতীয় পাটির নির্বাহী কমিটি ঘােষনা করা হয়। সম্মলন ফুলবাড়ী ও পার্বতীপুরসহ ্আশপাশের উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীগণ উপ¯িত ছিলেন।
