এ. বাশার চঞ্চল, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ভূমি ব্যবস্থাপনায় বিদ্যমান সমস্যাদি নিরসনের উপায় বিষয়ক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা চত্বর থেকে বর্ণ্যাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া বিনতে তাবিবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হারুনুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান ছনিয়া ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) নিলুফা ইয়াছমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, সার্ভেয়ার সুনীল চন্দ্র সরকার, নয়ন সরকার প্রমুখ।