কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের হোসেন পুর এইচ.এস.সি পরীক্ষা কেন্দ্রে বাংলা ১ম পত্র পরীক্ষা দিচ্ছে এক ” মা” ১ বছর বয়ষী সন্তানকে কোলে নিয়ে। যার এখনো বিবাহের বয়স হয়নি,সরকারি নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জোরপুর্বক ছাত্রীর মতের বিরুদ্ধে অল্প বয়সেই বিবাহ দিয়ে দেয় অভিভাবকরা ।
কিন্তু এই ছাত্রীর একান্ত ইচ্ছাই এক বছরের সন্তানকে কোলে নিয়েই পরীক্ষা দিচ্ছে ।
জয় হোক অদম্য এই মায়ের।
(ছবিটি কিশোরগঞ্জের হোসেনপুর ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে তোলা)